হেরে যাওয়ার জন্য নয়, জয়ের জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে মাঠে থাকবে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইভিএম নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
মির্জা ফকরুল জানান, সিটি নির্বাচনকে সামনে রেখে জনগন রাস্তায় নেমে এসেছে। এই জোয়ার অব্যাহত থাকবে। এসময় তিনি বলেন, ছোট ছোট নানা আন্দোলনের মধ্য দিয়ে বড় আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি। হঠাৎ করে কোন হটকারী সিদ্ধান্ত নিয়ে দলকে বিপথে ফেলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ২০১৪-১৫ সালের আন্দোলনের ক্ষতি পুষিয়ে এখন সামনের দিকে এগুতে হচ্ছে বিএনপিকে।
তিনি বলেন, একদলীয় শাসন কায়েম করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সরকার।
Leave a reply