যাদের উপর নদী রক্ষায় দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করেননি: নদী রক্ষা কমিশন চেয়ারম্যান

|

হবিগঞ্জ প্রতিনিধি :

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, দেশের নদীর রক্ষায় এতদিন কোন অভিভাবক ছিল না বলেই, চোখের সামনে এভাবে অবৈধ দখল হয়েছে। যাদের উপর আইন প্রয়োগ করার দায়িত্ব ছিল, তারা কেউ সঠিক ভাবে দায়িত্ব পালন করেননি। এখন সময় এসেছে তাদের জবাবদিহিতা করার।

শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ‘নদী রক্ষায় নাগরিক সংলাপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

এসময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের ক্ষমতা বৃদ্ধির আহবান জানান।

নাগরিক সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত।

হবিগঞ্জ জেলা বাপা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের পরিচালনায় সংলাপে নদী রক্ষায় বিভিন্ন পরামর্শ তুলে ধরেন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply