দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার জন্য নয়, দেশের উন্নয়নেই সংবিধানের সংস্কার আনা হচ্ছে বলে দাবি দাবি করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া প্রবীণ কর্মকর্তাদের সাথে শনিবার বৈঠকে এমন দাবি করেন রাশিয়ার পুতিন। এরই মধ্যে ২০ বছর ধরে রাশিয়ার একচ্ছত্র ক্ষমতায় রয়েছেন তিনি।
সম্প্রতি পুতিন উদ্যোগ নিয়েছেন দেশটির সংবিধান সংশোধনের। তারই আলোকে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন তিনি।
সমালোচকরা মনে করেন, নিজের ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে এবং এককভাবে ক্ষমতা চর্চার স্বার্থে সংবিধানে পরিবর্তন আনতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট।
Leave a reply