সিএএ-তে মুসলিমদেরও অন্তর্ভুক্তি চান তসলিমা নাসরিন

|

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ-তে মুসলিমদেরও অন্তর্ভুক্তি চান নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

সিএএ’র প্রশংসা করে তিনি বলেন, প্রতিবেশী দেশসমূহের অত্যাচারিত মুসলিম ও মুক্তমনা এবং নাস্তিক নাগরিকদের সিএএ’র আওাতায় নিয়ে আসার দাবি তোলেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

সিএএ তে মুসলিম মুক্তমনা ও নাস্তিকদের অন্তর্ভুক্তির প্রসঙ্গে নিজের উদাহরণ টানেন তসলিমা।

কেরালা সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে ‘ইন এক্সাইল: আ রাইটার্স জার্নি’ শীর্ষক আলোচনায় তসলিমা বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে অত্যাচারিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত খুবই ভালো। উদারতার পরিচয় দিয়েছে ভারত সরকার। কিন্তু আমার মতো লোকেরাও নাগরিকত্ব পাওয়ার যোগ্য। তাঁদেরও ভারতে থাকার অধিকার রয়েছে।’ তাঁর কথায় উঠে আসে বাংলাদেশের পীড়িত ব্লগারদের কথা। যাদের কয়েকজন গত কয়েক বছরে ইসলামিক জঙ্গিদের হাতে খুন হয়েছেন।

তসলিমা বলেন, ‘অনেক ব্লগার প্রাণ বাঁচাতে ইউরোপ, আমেরিকায় পালিয়ে গিয়েছেন। কেন তাঁরা ভারতে আসতে পারবেন না? এখন মুসলিম সমাজ থেকে অনেক বেশি মুক্তমনা, ধর্মনিরপেক্ষ, নারীবাদী চাই ভারতের।’ ১৯৯৪ সালে হুমকির মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া লেখিকার মতে, ‘ধর্মীয় অন্ধবিশ্বাসীদের নিন্দা করা উচিত। সংখ্যালঘু, সংখ্যাগুরু, উভয়েরই ক্ষেত্রেই অন্ধবিশ্বাসীরা সমান। এরা সবসময় সমাজের উন্নতি, নারীর সমানাধিকারের বিরুদ্ধে।’

দীর্ঘ দিন ভারতে থাকা লেখিকা বলেন, ‘লোকে বলে আমি বাংলাদেশি, একজন বিদেশি। আমার কিন্তু মনে হয় আমি দেশেই আছি। যত দিন পারব, ভারতেই থাকব।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply