সুপারশপ আগোরার মালিক নিয়াজ রহিম কারাগারে

|

ভেজাল খাদ্য রাখার দায়ে আগোরা সুপারশপের মালিক নিয়াজ রহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দুপুরে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত দুই মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেন। পৃথক দুই মামলায় ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানাও দিতে হবে নিয়াজ রহিমকে। ভেজাল ভোজ্য তেল উৎপাদন ও বিপণনের অভিযোগে উৎপাদক সংস্থা শিহাব কর্পোরেট হাউজ ও বিক্রয় প্রতিষ্ঠান আগোরা রহিম আফরোজ সুপার স্টোরস লিমিটেডের বিরুদ্ধে ২০১৪ সালে নিরাপদ খাদ্য আইনে এই দুটি মামলা দায়ের করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply