রাজশাহী ব্যুরো
কৃষিকাজ করতে গিয়ে ডোবার পানিতে সংজ্ঞাহীন হয়ে পড়া এক কৃষককে উদ্ধার করেছে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। মিলন নামের ওই যুবক সোমবার নিজের জমির আগাছা পরিষ্কার করতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়লে পাশের মাঠের কৃষকরা তাকে খুঁজে না পেয়ে পুলিশের খবর দেন।
মোহনপুর উপজেলা সদরের খরচরকা বিলের কৃষক জেকের জানান, তিনি তার জমিতে কাজ করছিলেন। বেলা ১২টার দিকে মিলন খানিকটা দূরে নিজের জমিতে আগাছা পরিষ্কারে নামেন। কিছু সময় পর হঠাৎ জেকের আর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি পেয়ে দ্রুত তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। অনেক খোঁজাখুঁজির পর জমির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে মিলনকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া মিলনের বাড়ী উপজেলার মহিষকুন্ডি গ্রামে। তার বাবার নাম এমাজউদ্দিন।
Leave a reply