আফগানিস্তানে সংবাদ সংস্থার কার্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ৪১

|

আফগানিস্তানে একটি সংবাদ সংস্থার কার্যালয় এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী হামলায় প্রাণ গেছে অন্তত ৪১ জনের। আহত হয়েছে আরো ৪৮ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে ঘটে এ ঘটনা। হতাহতদের বেশিরভাগই শিয়া মতাবলম্বী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংস্কৃতিক কেন্দ্রের ভবনেই আফগান ভয়েস নামের সংবাদ সংস্থার কার্যালয়। হামলার সময় সোভিয়েত আগ্রাসনের বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা চলছিলো ভবনটিতে। ওই সভার ভেতরেই ছিলেন ছদ্মবেশী এক আত্মঘাতী।

প্রথম বিস্ফোরণের পর মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করলে ঘটে আরও দু’টো বিস্ফোরণ। কয়েক ঘন্টা পর হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। গেল মাসেও কাবুলের একটি টেলিভিশন কার্যালয়ে হামলা চালায় জঙ্গিরা।

আফগান ভয়েসের সাংবাদিক আলি রেজা আহমাদি বলেন, আমরা কাজ করছিলাম, এমন সময় হঠাৎ বিস্ফোরণের আওয়াজে চমকে উঠি। একছুটে পালিয়ে ছাদে চলে গেলাম। সেখান থেকে নিচে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই। পরে নিচে নেমে মানুষজনকে সাহায্য করার চেষ্টা করছিলাম। যা ঘটেছে, তা অমানবিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply