রাখাইনে গণহত্যার আলামত খুঁজে পায়নি মিয়ানমারের তদন্ত কমিশন

|

মিয়ানমারে রাখাইনে গণহত্যার আলামত খুঁজে পায়নি দেশটির তথাকথিত ‘স্বাধীন তদন্ত কমিশন’। সোমবার, প্রেসিডেন্টের হাতে ৪৬১ পৃষ্ঠার প্রতিবেদন তুলে দেয়া হয়।

সরকার গঠিত এ কমিশনের দাবি- ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাখাইনে যে অভিযান চালানো হয়েছিলো, তাতে ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হয়েছে। এটাও বলা হয়েছে- রোহিঙ্গা নিধনে গণহত্যার কোন আলামত পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, কমিশনটি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং সু চি প্রশাসনের ঘনিষ্ঠ। সরকারের পক্ষ থেকে প্রতিবেদনটির পক্ষে সাফাই গাওয়া হলেও; দেশের ভেতরেই এর তথ্য নিয়ে রয়েছে দ্বিধাবিভক্তি।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় ২৩ জানুয়ারি অন্তবর্তীকালীন আদেশ দিতে পারেন আন্তর্জাতিক বিচার আদালত।

এর আগেই, প্রতিবেদনটি প্রকাশের মাধ্যমে নজর ঘোরানোর চেষ্টা নেইপিদোর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply