গাজীপুর কালিয়াকৈর দরবাড়িয়া এলাকায় ৫টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ লাখ টাকা জরিমানা করা হয় ও ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যেীথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালানা করা হয়।
এ সময় মা ব্রিক্স, সেভেন স্টার ব্রিক্সসহ ৫টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ও রায়মা ব্রিকস, ন্যাশনাল ব্রিকস ও এসবিকে ২ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন ।
নির্বাহী ম্যাজিট্রেট মোস্তাফির রহমান জানান, আদালতের নির্দেশ এসব অভিযান পরিচালানা করা হচ্ছে। অবৈধ ইটভাটা থাকা পর্যন্ত অভিযান চলমান থাকবে।
Leave a reply