রোহিঙ্গা প্রত্যাবাসনে বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ শেষে এ কথা বলেন মন্ত্রী।
তিনি আরও জানান, মিয়ানমারে ফেরত পাঠাতে প্রথম ধাপে এক লাখ রোহিঙ্গার তালিকা আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তার সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় আ’লীগের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a reply