আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নির্বাচন ঘিরে নানা রকম অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০ টায় ঢাকা সিটির বিএনপির দুই মেয়র প্রার্থীকে নিয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি।
সিটি নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচন ঘিরে বিএনপির মেয়র প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ারে তাবিথ ও ইশরাক বিপুল ভোটে জয়ী হবেন বলেও জানান বিএনপি মহাসচিব।
Leave a reply