মাগুরায় ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

|

মাগুরা প্রতিনিধি
মাগুরার সদর উপজেলার বরই খালপাড় থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মিন্টু গাজী’র (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দিকে বরই খালপাড় এলাকায় গোলাগুলির শব্দ শুনে এলাকাবাসীর খবরে মাগুরা সদর থানার টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ লাশ ও দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করে।

জানা যায়, মৃতদেহটি নড়াইল লোহাগাড়া উপজেলার ইতনা গ্রামের ফায়েক গাজীর পুত্র মিন্টু গাজী। যার নামে মাগুরাসহ বিভিন্ন থানায় ডাকাতির ৮টি মামলা রয়েছে। সে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পুলিশের ধারনা, ডাকাত দলের দু-গ্রুপে গুলাগুলিতে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply