বিএনপির মন মানসিকতা, কথাবার্তায় পরাজয়ের সুর: ওবায়দুল কাদের

|

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল, যে কোন নির্বাচনের আগেই তারা হেরে যায়। তিনি বলেন, বিএনপির বিজয়ের কোন ইতিহাস নেই। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হতে পারবেনা, এটা তারা নিশ্চিত জেনেই কখনো ইভিএম, কখনো নির্বাচনের শুদ্ধতা নিয়ে নানা ধরনের অভিযোগ তারা তুলছে।

আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগেই তারা হেরে গেছে। তাদের মন মানসিকতা, কথাবার্তায় পরাজয়ের সুর রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ গড়তে আওয়ামী লীগের নবগঠিত কমিটি কাজ করবেন বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply