আলমসাধু উল্টে বৃদ্ধ নিহত

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর উপজেলার বোয়ালমারি নামক স্থানে আলমসাধু উল্টে মারফত আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আরোও দুই জন আহত হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারফত আলী উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত রবজেল আলীর ছেলে। এসময় আহত হয় আলমসাধুর আরোও দুই যাত্রী। আহতরা হলো-আজাদ আলী (৩০) ও বাবুল হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মারফতসহ তিনজন চুয়াডাঙ্গার শরজগঞ্জ বাজারে শবজি বিক্রি করে আলমসাধুযোগে বাড়ি ফিরছিল। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী নামকস্থানে বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে আলমসাধু ব্রেক করলে আলমসাধুটি উল্টে তিন যাত্রী গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মারফত আলীকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply