সিরিজের ২য় টি-২০তে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

|

(FILES) In this file photo taken on April 24, 2018 Amazon CEO Jeff Bezos and his wife MacKenzie Bezos poses as they arrive at the headquarters of publisher Axel-Springer where he will receive the Axel Springer Award 2018 in Berlin. - Amazon founder Jeff Bezos, rated the world's wealthiest person, announced on January 9, 2019 on Twitter that he and his wife Mackenzie Bezos were divorcing after a long separation. "We want to make people aware of a development in our lives," Jeff Bezos, 54, and MacKenzie Bezos, 48, said in joint statement posted to Bezos' Twitter feed. (Photo by JORG CARSTENSEN / dpa / AFP)

সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ আবারও স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস ও সনি ইএসপিএন।

প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে ব্যাটসম্যানদের পারফরম্যান্সের উন্নতি চায় টিম ম্যানেজমেন্ট। সেই সাথে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে বোলারদের, বলছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বল পুরনো হওয়ার পর রানের গতি বাড়ানোয় সমস্যা হয়েছে প্রথম ম্যাচে। প্রথম ১০ ওভারে তাই স্ট্রাইক রেট বাড়িয়ে নিতে হবে তামিম ইকবালদের। সেই সাথে বড় সংগ্রহ গড়তে রিয়াদের নেতৃত্বে আরও আগ্রহী হতে হবে মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply