তিনদিন পর দুই বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো বিএসএফ

|

নওগাঁর পোরশা সীমান্তে গুলি করে হত্যা করা দুই বাংলাদেশীর মরদেহ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ। সন্ধ্যার পর দুয়ারপাল সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে। সেখানেই স্বন্দীপ আর কামালের মরদেহ ফেরত দেয় বিএসএফ।

পরে বিজিবি সদস্যরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। বুধবার পোরশার দুয়ারপাল সীমান্তে বিএসএফ’র গুলিতে মারা যান বিজলীপাড়া এলাকার সন্দ্বীপ, কাটাপুকুরের কামাল এবং চরবিষ্ণুপুরের মফিজ উদ্দিন। এদের মধ্যে স্বন্দ্বীপ আর কামালের মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আর মফিজের মরদেহ বাংলাদেশ সীমানায় থাকায়, উদ্ধার করে সেদিনই বুঝিয়ে দেয়া হয় পরিবারকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply