আমার স্ত্রী হিন্দু, আমি মুসলিম আর আমার সন্তানেরা হিন্দুস্তান। সম্প্রতি এমন মন্তব্য করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
নৃত্যবিষয়ক রিয়েলিটি শো ড্যান্স প্লাসের পঞ্চম আসরের একটি পর্বে এমন মন্তব্য করেন তিনি।
সেখানে তিনি বলেন, স্কুল ফরমে আমার মেয়ে আমাকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, আমি তাকে বলেছি, আমরা ভারতীয়।
নিজ ধর্ম সম্পর্কে তিনি বলেন, আমি পাঁচ বেলা নামাজ পড়া মুসলমান নই, তবে আমি মুসলিম। ইসলামের মতবাদকে আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, এটি একটি ভালো ধর্ম ও সুন্দর শৃঙ্খলা।
বলিউডের এই অভিনেতা প্রায়ই বলেন, ধর্ম নিয়ে তার বাড়িতে কখনো আলোচনা হয় না এবং তারা সব উৎসব পালন করেন।
১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরিকে যখন বিয়ে করেন শাহরুখ, তখন হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পরিয়েছিলেন তিনি।
Leave a reply