পাথর উত্তোলনের অনুমতির দাবিতে চলা বিক্ষোভের সময় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, গতরাতে স্থানীয় পাথর উত্তোলনকারী ও শ্রমিকরা ভজনপুর বাজারে হরতালের ঘোষণা দেয়। তারা সবাইকে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করে। সকালে স্থলবন্দরগামী যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে আটকা পড়ে যাত্রীরা।
এসময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩ রাউন্ড টিয়ারসেল ও ৮ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। ভাংচুর করা হয় পুলিশের কয়েকটি গাড়ি। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বেশ ক’জন আহত হয়। হাসপাতালে নেয়া হলে মারা যায় একজন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
Leave a reply