সৌদি আরব ভ্রমণের অনুমতি পেলেন ইসরায়েলি নাগরিকরা

|

এখন থেকে ব্যবসায়ীক কাজে ও হজ পালনের জন্য সৌদি আরব ভ্রমণে যেতে পারবেন ইসরায়েলি নাগরিকেরা।

রোববার এমন নির্দেশনায় স্বাক্ষর করেছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়া ডেরাই। খবর হারিৎস ও মিডিল ইস্ট আইয়ের।

যদিও প্রকাশ্যভাবে দুই দেশের মধ্যে কোন ধরণের কূটনৈতিক সম্পর্ক নেই তবুই মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর দুই দেশের বৈরীতা কমে তা অনেক শীতল সম্পর্কে রুপ নিয়েছে তারই সর্বশেষ পদক্ষেপ হিসেবে এমন আইন তৈরি হলো।

এখন থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে ইসরাইলিরা সৌদি আরবে ৯ দিন পর্যন্ত সফর করতে পারবেন। এছাড়া অবৈধ রাষ্ট্রটির ভিসায় হজ ও ওমরাহ পালনেও তাদের সামনে কোনো বাধা থাকলো না।

তবে উপসাগরীয় দেশটির কর্মকর্তাদের আমন্ত্রণ সাপেক্ষেই তারা সেখানে যেতে পারবেন বলে খবরে দাবি করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বৈরিতা থেকেই দুই দেশের সম্পর্কের এই মাখামাখি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply