রাজধানীর হাতিরঝিলে গড়ে তোলা বহু আলোচিত বিজিএমইএ ভবন আজ থেকে ভাঙার কথা থাকলেও তা শুরু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।
গত ২২ জানুয়ারী বিজিএমইএ ভবন ভাঙা কার্যক্রমের উদ্বোধন করেছিলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। সনাতন পদ্ধতিতে বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ কর্তৃক ভবনটি ভাঙার কাজ শুরু করার কথা ছিল।
গত বছরের ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করেন।
রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন আদালত।
Leave a reply