কমলগঞ্জ থেকে তিন লক্ষ্মীপেঁচার ছানা উদ্ধার

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের কর্মীরা ।
সোমবার সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষ্মীপেচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে প্রানীগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণের জন্য রাখা হয়।

বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বাচ্চাগুলোর বয়স প্রায় ১ মাস। তারা পুরোপুরিভাবে এখনো উড়তে পারে না। কাক কিংবা অন্য কোন প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বাসা থেকে নিচে ফেওে দেয়। সুস্থ এবং বড় হবার পর অবমৃক্ত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply