Site icon Jamuna Television

ভোলায় গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাসপ্রমের সাথে সমঝোতা স্মারক সই

ভোলা দ্বীপের এক হাজার বর্গকিলোমিটার এলাকায় গ্যাস অনুসন্ধানে রাশিয়ার গ্যাসপ্রমের সাথে সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ।

এর আওতায় ভোলা ও আশপাশের এলাকায় গ্যাস অনুসন্ধানে জরিপ ও তথ্য সংগ্রহ করবে বিদেশি এই কোম্পানিটি।

রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স এই এলাকায় ত্রিমাত্রিক জরিপ চালিয়ে এরই মধ্যে গ্যাসের সন্ধান পেয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, এত বড় এলাকায় অনুসন্ধান ও উত্তোলনের জন্যই গাসপ্রমকে এই কাজে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়া পেট্রোবাংলার সাথেও গ্যাস খাতে কৌশলগত সহযোগিতা বিষয়ে সই হয়েছে আরেকটি সমঝোতা।

অনুষ্ঠানে জ্বালানি সচিব, পেট্রোবাংলা চেয়ারম্যান, গ্যাসপ্রমের জ্বালানি বিভাগের ডেপুটি চেয়ারম্যান ও রাশিয়ার রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Exit mobile version