প্রধানমন্ত্রীর ছ‌বি বিকৃ‌ত ক‌রে ফেসবু‌কে দেয়ায় ক‌লেজছাত্র গ্রেফতার

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ইমন (১৯) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ ওই কলেজছাত্রকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইমন সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) ২য় বর্ষের ছাত্র ও নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মো: মাহবুবুর রহমান এর পুত্র।

কলাপাড়া থানার ওসি মো: মনিরুল ইসলাম জানান, কলেজছাত্র ইমন তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফ্রেন্ড গ্রুপে পোস্ট দেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকা‌লে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply