ইমরান খানের হাসি ও শারীরিক ভঙ্গিমার প্রশংসা করে আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী জারতাজ গুল ওয়াজির। সেখানে ইমরানের হাসিকে ‘খুনে হাসি’ বলে অভিহিত করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জারতাজ গুল ওয়াজির এসব কথা বলেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাজের কোনো প্রশংসা না করে বরং তার হাসি ও আকর্ষণীয় শারীরিক ভঙ্গিতে মজে যাওয়ার কথাই বলেছেন।
জারতাজ বলেন, আপনি যদি ইমরান খানের শরীরিক ভাষা নিয়ে কথা বলতে চান, তিনি খুবই আকর্ষণীয় ও ক্যারিশম্যাটিক। আমরা যখন কোনো সমস্যা নিয়ে আলোচনা করি, রুমে ঢোকার পর তার খুনে হাসি আমাদের সব উদ্বেগ দূর করে দেয়। তার শারীরিক ভাষা খুবই ইতিবাচক।
ক্রিকেট তারকা হিসেবে ইমরান খানের ভ্ককুলের অভাব নেই। বলাই বাহুল্য এদের বড় অংশ নারী। পাকিস্তানের হয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করা ইমরান কালের পরিক্রমায় আরও অনেক কিছুই জয় করেছেন।
এবার হাসি দিয়ে কিনা তার চেয়ে অর্ধেক বয়সী এই নারী মন্ত্রীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। ইমরান খানের প্রতি মুগ্ধ হওয়ার কথা বলার পর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
WATCH: Climate Change Minister Zartaj Gul heaps praise on PM Imran Khan saying,"He's got a killer smile."#ZartajGul #PMImran @ImranKhanPTI @zartajgulwazir pic.twitter.com/a7eguuwhcz
— The Express Tribune (@etribune) January 25, 2020
Leave a reply