কুমিল্লায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

|

কুমিল্লার চান্দিনায় কথিত বন্দুকযুদ্ধে শামীম নামে একজন নিহত হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। আজ রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ছয়ঘরিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন খবরের ভিত্তিতে গভীর রাতে সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুরে ডাকাতরা। পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান শামীম।

গুলিতে বাহিনীর তিন সদস্য আহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান। নিহত শামীমের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply