সরস্বতী পূজা আজ

|

বাণী অর্চনা, বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। সকাল পৌনে নয়টায় শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিবছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এবার জগন্নাথ হলের খেলার মাঠে বসেছে বিভিন্ন বিভাগের ৭০টি পূজা মণ্ডপ। শুরু হয়েছে পূর্জা অচর্না আর অঞ্জলী। দুপুরে হবে প্রসাদ বিতরণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply