যুক্তরাষ্ট্রের পর ইউনেস্কো ছাড়ার ঘোষণা ইসরায়েলের

|

যুক্তরাষ্ট্রের পর জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো থেকে সরে দাঁড়াচ্ছে ইসরায়েল। শনিবার সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি কার্মেল শামা-হাকোহেন জানান এ তথ্য।

হাকোহেন বলেন, এরই মধ্যে সদস্যপদ প্রত্যাহারে ইউনেস্কোকে চিঠি পাঠিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়া এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্বের সমালোচনা করায় গত কয়েক বছরে অসংখ্যবার ইসরায়েলের তোপের মুখে পড়তে হয়েছে ইউনেস্কো’কে।

সর্বশেষ গত অক্টোবরে, সংস্থাটিকে ‘ইসরায়েল-বিরোধী’ আখ্যা দিয়ে ইউনেস্কো থেকে বেরিয়ে যায় মার্কিন সরকার। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে সময় লেগে যাবে আরও এক বছর।

অবশ্য সদস্যপদ প্রত্যাহার করলেও সংস্থাটিতে স্থায়ী প্রতিনিধি বহাল রাখবে দু’দেশই। ইসরায়েলের এ সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন ইউনেস্কো’র মহাপরিচালক অড্রে আজুলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply