দলের সিদ্ধান্ত কে নিচ্ছে স্বয়ং বোর্ড সভাপতিও জানেন না!

|

ফাইল ছবি।

বাংলাদেশের ম্যাচের একাদশ বা টস এসব নিয়ে সিদ্ধান্তটা নিচ্ছেন কে? তা নাকি পরিষ্কার নয়, খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও। শুধু তাই নয়, বিশ্বকাপ থেকে শুরু হওয়া এই সমস্যা নাকি পাকিস্তান সফরে আরও প্রকট ছিল! তাই এসব সমস্যা নিয়ে আলোচনার জন্য বোর্ড সভাপতি বসতে চান হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে।

টানা পরাজয়ের মাঝেই অভিযোগগুলো আরও প্রকট হয়ে উঠছে। বিশ্বকাপ থেকেই ড্রেসিংরুমে নেওয়া সিদ্ধান্ত মাঠে বদলে যাওয়ার অভিযোগ। সেটি আরও প্রকট হয়ে ওঠে স্বয়ং বিসিবি’ই যখন এমন আভিযোগ করে। পাকিস্তান সফরে সেটি নাকি আরও বেড়েছে। মাঠে কে সিদ্ধান্ত নেয় কে? সেটাই নাকি পরিষ্কার না-বলছেন বিসিবি সভাপতি।

সাম্প্রতিক সময়ের সিরিজগুলোতে কোন না কোন সিনিয়র ক্রিকেটারের না থাকার সিদ্ধান্ত তাকে ভোগাচ্ছে বলেও জানালেন বোর্ড সভাপতি। আগে দলের সাথে সাকিব-তামিমের না যাওয়া, আর এবার মুশফিকের না যাওয়ার সিদ্ধান্তে প্রশ্ন আছে খোদ বিসিবি সভাপতির।

জানালেন, পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট বিসিবি। তাই টেস্ট খেলতে যাওয়ার ব্যাপারে আর আপত্তি নেই বলে জানালেন নাজমুল হাসান পাপন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply