Site icon Jamuna Television

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে: আমীর খসরু

ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ নিয়ে বারবার অভিযোগ জানালেও ইসি কোনো ব্যবস্থা নেয়নি। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল গিয়ে সিইসির সাথে সাক্ষাতের পর এমন অভিযোগ করনে তিনি।

আমির খসরু বলেন, গতকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিএনপি প্রার্থীদের ওপর দুই জায়গায় হামলা হলেও সেখানে ইসি কিছুই পায়নি বলে জানান আমির খসরু। তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের ভোট সুরক্ষার দায়িত্ব নিয়েছেন।

Exit mobile version