অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক এমডি শামীম চৌধুরী এবং হেড অব ফাইনান্সিয়াল ইন্সটিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কমিশন তাদের জিজ্ঞাসাবাদ করে। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবি ব্যাংকের কর্মকর্তাদের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছেন। এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় তিনশ কোটি টাকা পাচার করেছেন। এর আগে ২৮ ডিসেম্বর অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
যমুনা অনলাইন: এএস/টিএফ
Leave a reply