বাঁশ ঝাড় থেকে বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার, আটক ২

|

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলায় ইরাম হোসেন (০৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার চকশ্যাম বড়বাড়ি এলাকার একটি বাঁশ ঝাড় থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ইরাম জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম বড়বাড়ি গ্রামের এনামুল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ইরামকে বাড়িতে রেখে তার মা মাসুদা বেগম জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিতে যান। পরে বিকেলে বাড়িতে ফিরে ইরামকে খুঁজে পাওয়া যায়নি। পরে বিকেল থেকে রাত পর্যন্ত মাইকিং করেও কোথাও তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। সকালে স্থানীয়রা একটি বাঁশ ঝাড়ে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, খবর পেয়ে পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা শিশুটিকে গলাটিপে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি শাহরিয়ার।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার কথা স্বীকার করেছে বলে জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply