বিশ্বকাপ থেকে শুরু করে সুপার ওভারের ব্যর্থতা যেন কাটছেইনা নিউজিল্যান্ডের। ৫ ম্যাচ সিরিজের ৪র্থ ম্যাচে সুপার ওভারে আবারও নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করতে যেয়ে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৫ রানে থামে স্বাগতিকরা।
ওয়েলিংটনে টস জিতে ফিল্ডিংয়ে নামে নিউজিল্যান্ড। লোকশে রাহুলের ঝড়ো শুরুর পর নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। স্যামসন ৮, কোহলি ১১, শ্রেয়াস আইয়ার ১, শিভাম দুভে ১২ রানে ফিরলে ৮৪ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় ভারত। তবে শেষ দিকে মনিশ পান্ডের অপরাজিত ফিফটিতে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় সফররতরা।
জবাব দিতে নেমে কলিন মুনরোর ৬৪ আর টিম সেইফার্টের ৫৭ রানের ইনিংসে জয় খুব কাছে চলে যায় ব্লাক ক্যাপরা। শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬ রান। তবে ৫ রান তুলতে সক্ষম হলেও ৪ উইকেট হারিয়ে বসে টানা দ্বিতীয় ম্যাচ টাই করে স্বাগতিকরা। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এদিন সুপার ওভারে ১৩ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১ বল আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছায় ভারত।
Leave a reply