বাড়লো ভারতের প্রতিরক্ষা বাজেট

|

এবার ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো দেশটির কেন্দ্রীয় সরকার। সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

গত বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যায় করা হয়েছিল ৩.১৯ লাখ কোটি টাকা। এবার তা ৬ শতাংশ বেড়ে হল ৩.৩৭ লাখ কোটি টাকা। প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিক অস্ত্র কেনার জন্য ১০,৩৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে।

জওয়ানদের পেনশনের ক্ষেত্রে বরাদ্দ ১.১৭ লাখ কোটি টাকা বেড়ে করা হল ১.৩৩ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষ এই সরকারের পক্ষে স্পষ্ট জনাদেশ দিয়েছে শুধুমাত্র একটি স্থায়ী সরকারের জন্য নয় বরং তাঁরা সরকারের আর্থিক নীতির ওপরেও ভরসা রেখেছে। তাই এবারের বাজেট আম জনতার সার্বিক আয় বৃদ্ধির বাজেট। তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধির বাজেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply