উত্তরের মেয়র আতিকুলই

|

দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম। নির্বাচনে কেন্দ্রভিত্তিক ফলাফলে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

এবারের নির্বাচনে উত্তরে মোট ভোটকেন্দ্র ছিল ১ হাজার ৩১৮টি। এর মধ্যে নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

শনিবার দিবাগত রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটির তৎকালীন মেয়র আনিসুল হক। এরপর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। সে দফায় ৯ মাসের জন্য দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন তিনি।





Leave a reply