নায়াগ্রা জলপ্রপাত, প্রকৃতির এক বিস্ময়। কানাডা ও আমেরিকার সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটি থেকে গড়ে প্রায় ১৬৫ ফিট উপর থেকে বিশাল জলরাশি পড়ে নায়াগ্রা নদীতে। নায়াগ্রা জলপ্রপাত, বিশ্বের অন্যতম ট্যুরিস্ট আকর্ষন কেন্দ্র। এই বিপুল জলরাশি থেকে উৎপাদিত হয় জলবিদ্যুৎ।
তবে, এই মূহুর্তে কোন জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছেনা। নায়াগ্রার বেশিরভাগ অংশ জমে বরফ হয়ে গেছে। এবারই প্রথম নয়, ১৮৯০ সালে আরেকবার জমে গিয়েছিল এই বিপুল জলরাশি।
প্রচন্ড এই ঠান্ডায় জমে গিয়ে নায়াগ্রা যেন আরও সুন্দর হয়েছে। অনেকেই বিরূপ আবহাওয়া উপেক্ষা করে ঘুরে আসছেন সেখান থেকে। দিন দিন আরও জমে যাচ্ছে নায়াগ্রা। আমেরিকার এইবারের ভয়ানক ঠান্ডায় , নায়াগ্রা কী পুরোপুরি জমে যাবে?
অনেকের মনেই এই প্রশ্ন। তখন কেমন লাগবে স্ফটিকের মত ঝলমলে সেই বরফ সম্রাজ্য থেকে ঘুরে আসতে ?https://www.facebook.com/JamunaTelevision/videos/1542798732482649/
Leave a reply