যোগাযোগ বিচ্ছিন্ন রেলের পশ্চিমাঞ্চল

|

বন্যায় টাঙ্গাইলের পুংলী ব্রিজ এলাকায় রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় রাজধানীর সাথে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে ঢাকা থেকে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চিলাহাটি, রাজশাহী, সিরাজগঞ্জ ও খুলনা রুটের সব ট্রেনের আজকের যাত্রা।

স্থনীয়রা জানান, ভোর রাতে ব্রিজের কাছে প্রায় ত্রিশ ফিট রেললাইনের নিচে মাটি সরে যায়। খুলে পড়ে যায় স্লিপারগুলো। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় খুলনা থেকে ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। পরে লাল পতাকার মাধ্যমে থামানো হয় নীলসাগার এক্সপ্রেস। খবর দেয়া হয় কর্তৃপক্ষকে।

প্রাথমিকভাবে মাটির বস্তা ফেলে মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। রেল মহাপরিচালক জানিয়েছেন  রেললাইনের সংস্কারে আগামী ২৪ ঘন্টা সময় লাগবে তাই সব ট্রেন যাত্রা বাতিল করা হয়েছে। ব্রীজের দুপাশে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply