টোকিও অলিম্পিক: খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

|

দ্যা বিগেস্ট শো অন আর্থের এবারের আসর বসবে দ্বীপ রাষ্ট্র জাপানের রাজধানী টোকিওতে। সে আসরে অংশ নেবে বাংলাদেশও। আর অলিম্পিকে আর্চার মিলনদের পারফরম্যান্স দেখতে ও উৎসাহ দিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিওএ মহাসচিবের সাথে সাক্ষাত করে এ কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই, জানালেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

এবারই প্রথম অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন আর্চার রোমান সানা। এর বাইরে ওয়াইল্ড কার্ডে অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা আরও বারতে পারে। আরচারি, শ্যুটিং, কারাতে, ভারোত্তোলন আর বক্সিং থেকেও আসতে পারে আরো ওয়াইল্ড কার্ড এমনটাই আশা করেন বিওএ মহাসচিব।

এদিকে ১-১০ এপ্রিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ গেমস নিয়ে খোজ খরব নিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন বিশেষ কিছু নির্দেশনাও।

সেই সাথে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি কোন ফেডারেশন জাতীয় চ্যাস্পিয়নশিপ করতে চায় তবে তা গেমসে অর্ন্তভুক্ত করতে পারার নতুন সিদ্ধান্তের কথা জানান বিওএ মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply