চীন থেকে দেশে ফিরতে যাচ্ছেন আরও ১৭১ বাংলাদেশি

|

চীন থেকে দেশে ফিরতে যাচ্ছেন আরও ১৭১ বাংলাদেশি। সোমবার এ বিষয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকের পর বিশেষ বৈঠক হয় করোনা ভাইরাস নিয়ে। কোনভাবেই যেন সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভায়, রাসায়নিক পরিমাপে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন’সহ কয়েকটি আইন ও প্রটোকলের খসড়া অনুমোদন দেয়া হয়।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে করোনা প্রতিরোধে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক প্রস্তুতির খোজঁখবর নেন তিনি। কোন ফাঁকফোকর গলে যেন সংক্রমণ ছড়িয়ে না পরে, সতর্ক করেন দায়িত্বশীলদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply