টাঙ্গাইলে কেন্দ্র সচিবসহ দুইজনকে ১৫ দিনের কারাদণ্ড

|

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কেন্দ্র সচিবসহ দুইজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মির্জাপুরের ইউএনও জানান, আসন ব্যবস্থাপনায় অনিয়ম, পরীক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ইমরান হোসেন এবং সহকারী শিক্ষক নজরুল ইসলামকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, ভোলায় এক মাদরাসা শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এক ভূয়া পরীক্ষার্থীকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। আটক করা হয় আরও ৯ ভুয়া পরীক্ষার্থীকে। দৌলতখানের ইউএনও জানান, জয়নগর বালিকা দাখিল মাদরাসার সুপার জাকির হোসেন টাকার বিনিময়ে, রেজিস্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তন করে ভুয়া পরীক্ষার্থীদের সুযোগ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply