চীনে সংক্রামক করোনাভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের প্রাণহানির পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ জনে। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২৪ হাজার। নিবিড় পর্যবেক্ষণে আছে দু’লাখের বেশি মানুষ।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মৃত ব্যক্তিদের ৮০ শতাংশই ছিলেন ষাটোর্ধ্ব। বার্ধক্যজনিত কারণে আগে থেকেই নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তারা। চীনা ভূখণ্ডের বাইরে হংকং-ম্যাকাও-তাইওয়ানসহ ২৭টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। আক্রান্ত দেড় শতাধিক। হংকং আর ফিলিপাইনে মারা গেছেন দু’জন। বিস্তার রোধে দু’সপ্তাহের জন্য সবগুলো ক্যাসিনো বন্ধ ঘোষণা করেছে, বিশ্বে জুয়ার রাজধানী খ্যাত ম্যাকাও।
এদিকে, এক হাজার শয্যার হুওশেনশান হাসপাতালের পর, করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় আজই কার্যক্রম শুরু হবে চীনে আড়াই হাজার শয্যার লেইশেনশান হাসপাতালে।
Leave a reply