ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে কে এগিয়ে?

|

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই নির্বাচনে শুরুতেই বড় ধাক্কা খেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে হট ফেভারিট মনে করা হলেও, আইওয়া ককাসে চতুর্থ অবস্থানে তিনি। ফলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের তার প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন শুরুতেই হোঁচট খেলো।

মঙ্গলবারের ভোটে ২৬ দশমিক ৯ শতাংশ সমর্থন পেয়ে সবচেয়ে এগিয়ে পিট বিউটেজেজ। সাবেক সাউথ বেন্ড মেয়র পিট অনেকটা অপ্রত্যাশিতভাবে পেছনে ফেলেছেন দলের প্রবীণ সব প্রার্থীকে। ২৫ দশমিক ১ শতাংশ ভোটে দ্বিতীয় অবস্থানে বার্নি স্যান্ডার্স, ১৮ দশমিক ৩ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে এলিজাবেথ ওয়ারেন, আর ১৫ দশমিক ৬ শতাংশ ভোটে চতুর্থ জো বাইডেন। ভোট গণনায় কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপের চূড়ান্ত ফল ঘোষণা।

নভেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত। ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত প্রার্থী বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে অনুষ্ঠিত হলো এ ককাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply