বছরে ২৬ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশি শ্রমিকরা

|

বিদেশি কর্মী নিয়োগে নানা অনিয়মে বিপুল অর্থপাচার হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্ট্যারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, আড়াই লাখ বিদেশি কর্মীর মধ্যে কর দিচ্ছেন ৯ হাজার ৪শ’ জন।

বুধবার সকালে ‘বাংলাদেশে বিদেশি কর্মসংস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এসময় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে আবস্থান করা অধিকাংশ বিদেশি কর্মী আইন অমান্য করে দেশ থেকে টাকা পাচার করছে। প্রতিবছর বিভিন্ন উপায়ে ৫ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার দেশের বাইরে পাঠিয়ে থাকে বিদেশি কর্মীরা। দেশে সুনির্দিষ্ট আইন না থাকায় অর্থ পাচার রোধ করা যাচ্ছে না।

টিআইবির প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ন্যূনতম ২ লাখ ৫০ হাজার বিদেশি শ্রমিক কর্মরত আছেন। যারা বাংলাদেশ থেকে প্রতিবছর ২৬ হাজার ৪০০ কোটি টাকা নিয়ে যাচ্ছেন। একইসঙ্গে তারা ১২ হাজার কোটি টাকার করও ফাঁকি দিচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন জনবলের ঘাটতি থাকায় বিদেশি কর্মী দিয়ে তা পূরণ করা হয়ে থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply