নতুন বছরের শুরুতে আজ উদযাপিত হচ্ছে বই উৎসব। সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হচ্ছে প্রায় সাড়ে ৩৫ কোটি নতুন পাঠ্যপুস্তক।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। আজ কেন্দ্রীয়ভাবে রাজধানীর দুটি স্থান, আজিমপুর গার্লস ও ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে, উৎসবের মধ্য দিয়ে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ঢাকার দুটি আয়োজনের উদ্বোধন করেন। ২০০৯ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে সরকার।
যমুনা অনলাইন: এইচকেএফ
Leave a reply