পেশাগত দায়িত্ব পালনের সময় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। বুধবার রাতে পপুলার ডায়গনস্টিকে আগুন লাগার সংবাদ সংগ্রহ করতে গেলে এ হামলার শিকার হন তিনি। এসময় হামলাকারী ব্যক্তিকে দ্রুত আড়ালে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার রাত নয়টার পরে এম আর আই ক্রুটিজনিত সমস্যার কারণে আগুন ধরে ধানমন্ডি পপুলারের দ্বিতীয় তলায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে নিজেদের কারিগরী ব্যবস্থায় ক্রুটি থাকলেও তা সাধারণ জনগণকে জানাতে চায়নি পপুলার ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। হাসপাতালে আগুন লাগার খবর কেনো গণমাধ্যমকর্মীরা কাভার করতে গেলেন, সেই ক্ষোভে সংবাদকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ান পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা। এক পর্যায়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারেরই এক কর্মী হামলা করে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হানকে।
এরপর পপুলারের কর্মকর্তারা নিজেদের কর্মী পরিচয় দিয়ে ভবনের ভেতরে নিয়ে যায় হামলাকারীকে । নিজেদের কর্মীকে পুলিশের হাতে তুলে দিতেও অস্বীকৃতি জানান তারা।
কিছুক্ষণ পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা দাবি করেন, হামলাকারী আদৌ তাদের কর্মী কিনা সে বিষয়টি তারা খতিয়ে দেখবেন।
এই বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও দ্রুতই অপরাধীকে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশ।
Leave a reply