ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে লন্ডনে চাকরি হারালেন এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাংক কর্মকর্তা। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই কর্মকর্তা।
লণ্ডনের ক্যানারি ওয়ারফে সিটিব্যাংকের ইউয়োপীয় হেডকোয়ার্টারে উচ্চদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করতেন পারস শাহ। তার বছরে আয় ছিলো ৯ কোটি ২০ লাখ টাকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসেই সিটিব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের আধিকারিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
এইচএসবিসিতে সাত বছর কাটিয়েছেন পারস। তারপর ২০১৭ সালে পারস সিটিগ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি।
ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, সামনেই সংস্থার সিনিয়ার কর্মীদের বোনাস পাওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পারসের বিরুদ্ধে। সংস্থা থেকে বিতাড়িত হন তিনি। যদিও পারস এই কাজ কতবার করেছেন তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও, পারস এই বিষয়ে মুখ খুলতে চাননি।
Leave a reply