অভিশংসন থেকে রেহাই পেলেন ডোনাল্ড ট্রাম্প

|

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেটে অভিশংসিত হওয়া থেকে রেহাই পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার, দুটি অভিযোগ থেকে পান বেকসুর খালাস।

ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগের ওপর ভোটাভুটি হলে, তাতে ৫২-৪৮ ভোটে উৎরে যান প্রেসিডেন্ট। অন্যদিকে, কংগ্রেসের তদন্তে বাধা প্রদানের অভিযোগের ওপর ট্রাম্পের পক্ষে পড়ে ৫৩-৪৭ ভোট। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে প্রেসিডেন্টকে অপসারণের অভিযোগ ধোপে টিকবে না, তা আগেই ধারণা করা হয়েছিল। তবুও প্রধান বিচারপতির নেতৃত্বে শুরু হয় বিচারকাজ। যেখানে, সিনেটররা জুরিবোর্ডের কাজ করেন।

উপস্থাপন করা হয় তথ্য-উপাত্ত-সাক্ষী। যুক্তি-তর্কের পর চূড়ান্ত ভোটাভুটিতে গড়ায় বিচার প্রক্রিয়া। এর আগে, ১৮ ডিসেম্বর দুটি অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদ অভিশংসন করে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসিত হওয়া তৃতীয় প্রেসিডেন্ট তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply