করোনাভাইরাস: ১০ মিনিটেই বিয়ে সেরে কাজে ফিরলেন চিকিৎসক

|

করোনাভাইরাস মোকাবেলায় প্রবল ব্যস্ততায় মাত্র ১০ মিনিটে নিজের বিয়ে সারতে হয়েছে চীনের এক চিকিৎসককে। এর পরেই তাকে ফিরে যেতে হয়েছে আক্রান্ত রোগীদের চিকিৎসায়।

কাতারভিত্তিক আলজাজিরার খবরে জানা গেছে, হুবেইপ্রদেশসহ গোটা দেশেই যেভাবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে চিকিৎসক, নার্সদের ওপরে প্রবল চাপ পড়েছে। তাদের দিনরাত এক করে কাজ করে যেতে হচ্ছে।

আর সেই প্রবল ব্যস্ততার মধ্যেই বিয়ে করলেন চীনের এই চিকিৎসক। চায়না টাইমসের খবরে জানা গেছে, শানডংয়ের হেজে ৩০ জানুয়ারি এই চিকিৎসক গাঁটছড়া বাঁধেন। আর বিয়ে সেরেই রণব্যস্ততায় তিনি ফিরে যান কর্মক্ষেত্রে। আক্রান্ত মানুষের সেবা করতে।

জানা গেছে, যেহেতু করোনাভাইরাসের দাপট শুরু হওয়ার আগে থেকে বিয়ের তারিখ পাকা হয়ে গিয়েছিল, তাই ওই দম্পতি আর দেরি করতে চাননি। তবে বিয়ে করলেও তা তারা সেরেছেন কোনোমতে। বিয়েতে কেবল তাদের বাবা-মাই আমন্ত্রিত ছিলেন।

লি ঝিকিয়াং নামের ওই চিকিৎসক শানডং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালে কর্মরত। বরের এ সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন স্ত্রী ইয়ু হোংগ্যান।

চীনের সামাজিকমাধ্যম ওয়েইবোতে প্রকাশিত হয়েছে সেই বিয়ের ছবি। ছবিতে নবদম্পতিকে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরিহিত অবস্থায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply