ডাক নাম জয়। আর নামের সার্থকতা প্রমাণ করতেই যেন এদিন মাঠে নেমেছিলেন মাহমুদুল হাসান জয়। তার সেঞ্চুরির উপর ভর করেই প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোন টুর্নামেন্টের ফাইনালে উঠলো বাংলাদেশ।
জয়ের ১২৭ বলে ১০০ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ পৌঁছে গেল জয়ের বন্দরে। সেঞ্চুরি পূরণ করার সাথে সাথে নিজেকে নিজে বললেন ওয়েল ডান।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর ম্যাচ জেতানোর দায়িত্বটা যেন নিজের কাঁধে তুলে নেন জয়। দলের জয়ের মাত্র ১১ রান দূরে থাকা অবস্থায় বিদায় নেন মাঠ থেকে কিন্তু ততক্ষণে দলকে পৌঁছে দিয়ে গেছেন জয়ের দ্বারপ্রান্তে।
অধিনায়ক আকবরও প্রশংসা করছিলেন তার। বললেন, ‘জয় ও হৃদয় খুবই ভালো খেলেছে। আমরা সেটা করতে পেরেছি। আমাদের তিন স্পিনারই ভালো করেছে।’
আগামী ৯ তারিখ (রোববার) পচেফস্ট্রুমে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এবার অপেক্ষা বিশ্বকাপ জয়ের। জয় কি পারবেন আরেকটি জয় এনে দিতে আরেকবার নিজেকে নিজে ওয়েল ডান দিতে দেখার অপেক্ষা শুধু এটি।
Leave a reply