Site icon Jamuna Television

বিএনপি নেতারা হতাশা থেকে আবোল-তাবোল বলছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের -ফাইল ছবি

বিএনপি নেতারা হতাশা থেকে আবোল-তাবোল বলছে। দলটির নেতারা নিজেরাই ঐক্যবদ্ধ নয়। জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে বলে। আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেলে ধানমণ্ডিতে দলের যৌথ সভা শেষে তিনি এ কথা জানানা।

ওবায়দুল কাদের বলেন, ভোটের দিন তারা শক্তভাবে কেন্দ্রে থাকার ঘোষণা দিয়েছিলো। তাই তাদের সমাবেশও কেমন হবে এ থেকে বোঝা যায়।

ওবায়দুল কাদের জানান, ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা উত্তর দক্ষিণসহ সহযোগী সংগঠন গুলোর পূর্ণাঙ্গ কমিটি করে তা কেন্দ্রের কাছে জমা দিতে হবে।

Exit mobile version