Site icon Jamuna Television

দিল্লির মার্কিন দূতাবাসে শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১

দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে একজনকে। গত শনিবার দূতাবাস প্রাঙ্গনে ধর্ষণের শিকার হয় শিশুটি।

এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ২৫ বছর বয়সী ধর্ষককে।

অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ের বাবাই দূতাবাসের কর্মচারী। দূতাবাস প্রাঙ্গনেই কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন তারা। শিশু সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার প্রতি চার জনের একজন শিশু। ৯৪ শতাংশ ক্ষেত্রেই ধর্ষণের শিকার নারী বা শিশুর পূর্ব পরিচিত অভিযুক্ত।

Exit mobile version